খাগড়াছড়িতে মানববন্ধন

পার্বত্য চুক্তি বাতিলসহ ইউপিডিএফ নিষিদ্ধের দাবি

পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে ইউপিডিএফ—এমন অভিযোগ তাদেরকে নিষিদ্ধের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachari
ইউপিডিএফ নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
ইউপিডিএফ নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন |নয়া দিগন্ত

পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে ইউপিডিএফ—এমন অভিযোগ তুলে সশস্ত্র এ সংগঠনকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।

সোমবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকায় আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম।

এতে বক্তব্য দেন পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েসসহ স্থানীয় নেতারা।

বক্তারা অভিযোগ করেন, ইউপিডিএফ’র সংগঠক মাইকেল চাকমা পার্বত্য চট্টগ্রামের জন্য স্বায়ত্তশাসনের দাবি তুলে জাতীয় ঐকমত কমিশনের কাছে প্রস্তাব দিয়েছেন, যা মূলত বিচ্ছিন্নতামূলক উদ্দেশ্যেই করা হয়েছে।

ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ বলেন, ‘জাতীয় ঐকমত কমিশনের মতো একটি প্ল্যাটফর্ম কীভাবে একটি সশস্ত্র, চাঁদাবাজ, হত্যা ও গুমের সাথে জড়িত সংগঠনের সাথে বৈঠক করে, তা বোধগম্য নয়।’

তিনি আরো বলেন, ‘ইউপিডিএফ দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে আসছে। জুলাই বিপ্লবের পর নানাভাবে নানা কমসূচি দিয়ে তারা পাহাড়কে অশান্ত করছে।’

পার্বত্য চুক্তি বাতিলের দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘চুক্তির কারণে পাহাড়ে বাঙালিরা তৃতীয় শ্রেণীর নাগরিকের পরিণত হয়েছে। বৈষম্যের শিকার হচ্ছে। ফ্যাসিস্ট হাসিনা সম্পাদিত কালোচুক্তিকে বাতিল করতে হবে।’

বক্তারা সরকারের কাছে আরো দাবি জানান, ইউপিডিএফ-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করে দ্রুত নিষিদ্ধ করতে হবে এবং সংগঠনের নেতাদের বিচারের আওতায় আনতে হবে।