গফরগাঁওয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়া শুধু বিএনপিরই নয়, দেশের একজন গুরুত্বপূর্ণ নেত্রী। আমরা তার স্বাস্থ্যের জন্য মহান আল্লাহর কাছে দোয়া চাই।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Mymensingh
বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাত ৭টার দিকে উপজেলার পাগলা থানা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে স্থানীয় পালের বাজার পুরনো মসজিদ সংলগ্ন মাঠে এ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) সংসদীয় আসনের মনোনয়নপ্রত্যাশী ও জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আল-ফাতাহ খান।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু বিএনপিরই নয়, দেশের একজন গুরুত্বপূর্ণ নেত্রী। আমরা তার স্বাস্থ্যের জন্য মহান আল্লাহর কাছে দোয়া চাই। বেগম খালেদা জিয়া যাতে সুস্থ হয়ে দ্রুত আবার আমাদের মাঝে ফিরে আসে সেই কামনা করি।’

অনুষ্ঠানে পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ান, আমির হোসেন, শাহ নেওয়াজ বাচ্চু ও মোকসেদুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম দিদার, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো: বিপুল, পাগলা থানা তাঁতী দলের আহ্বায়ক মনির দপ্তরী, পাগলা থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো: সাদির বেপারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ, পাগলা থানা কৃষক দলের আহ্বায়ক দ্বিন ইসলাম দিলি, পাগলা থানা জাসাসের সদস্য সচিব আরিফুল ইসলাম কাজল, পাগলা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাহিদুল কবির সেলিম, সাবেক সদস্য সচিব সুখেন আকন্দ, পাগলা থানা যুবদল নেতা ইয়াহিয়া খান, পাঁচবাগ ইউনিয়ন বিএনপির নেতা মো: মানিক মেম্বার, পাঁচবাগ ইউনিয়ন যুবদলের সভাপতি আলাউদ্দিন ধনু, পাঁচবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সাদ্দাম হোসেনসহ পাগলা থানা বিএনপি ও সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে অ্যাডভোকেট আল-ফাতাহ খান পাঁচবাগ কেন্দ্রীয় জামে মসজিদের নামাজ আদায় শেষে ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে চিকিৎসাধীন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া চান। পরে বিশেষ মোনাজাতে তার সুস্থতা কামনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

দোয়া মাহফিল পরিচালনা করেন পাগলা থানা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা নূরুল হুদা।