জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবদ্ধ হতে শেখায়, পরিশ্রমী করে এবং দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে। তরুণ প্রজন্ম যদি মাঠের সাথে যুক্ত থাকে তাহলে সমাজ ও দেশ আরো এগিয়ে যাবে।’
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নলসোন্দা রক্ত শপথ যুব সংসদের আয়োজনে নলসোন্দা ফুটবল মাঠে ‘মাওলানা রফিকুল ইসলাম খান ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘বিদেশী অপসংস্কৃতি থেকে দেশের যুব সমাজ দূরে থাকলে সমাজে ও দেশে শান্তি বিরাজ করবে। এমন আয়োজন শুধু খেলাধুলার বিকাশই ঘটায় নয় বরং স্থানীয় মানুষের মধ্যে সৌহার্দ্যও বৃদ্ধি করে।’
রোমাঞ্চকর ফাইনালে উপজেলা কানসোনা হাবিব ফুটবল অ্যাকাডেমি ২-০ গোলে মেহেদী এগ্রো ফুটবল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
বিজয়ী দলকে প্রথম পুরস্কার হিসেবে ৬৫ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৪৫ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি- চৌহালি) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলম, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল বারী, উপজেলা যুব বিভাগের সভাপতি আতাউর রহমান, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আল-আমিন হোসেন, সলপ ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ফজলুল হক ও সলপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



