নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা
আইনি লড়াইয়ে জয়ী হয়ে অবশেষে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবি পার্টির প্রার্থী আব্দুল্লাহ বাদশা।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নিকট তিনি এ মনোনয়নপত্র দাখিল করেন।
গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিতে না পেরে তার কান্নার ভিডিও দেশজুড়ে ভাইরাল হওয়ার পর মনোনয়নপত্র জমা দিলেন।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নির্ধারিত সময়ের ৫ মিনিট পরে পৌঁছানোর কারণে তার ফরম গ্রহণ করেননি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন। সে সময় মনোনয়নপত্র জমা দিতে না পেরে কার্যালয়ের ভেতরেই কান্নায় ভেঙে পড়েন আব্দুল্লাহ বাদশা। তার সেই অঝোরে কাঁদার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সাধারণ মানুষের মধ্যে সহমর্মিতার সৃষ্টি হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র গ্রহণ না করায় দমে যাননি আব্দুল্লাহ বাদশা। তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন এবং রিট পিটিশন দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে উচ্চ আদালত তার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ প্রদান করেন। আদালতের সেই আদেশের প্রেক্ষিতেই বুধবার তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সফলভাবে মনোনয়নপত্র জমা দেন।



