অবশেষে নিজস্ব ভূমি বুঝে পেল সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে নির্ধারিত জমি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
ভূমি হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসকসহ অন্যরা
ভূমি হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসকসহ অন্যরা |নয়া দিগন্ত

অবশেষে নিজস্ব ভূমি বুঝে পেয়েছে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। পূর্ণাঙ্গ ক্যাম্পাস নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয়ের পূর্বনির্ধারিত ও অধিগ্রহণকৃত ৭৯.১২ একর জমি আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে নির্ধারিত জমি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলম উপস্থিত থেকে এই জমি হস্তান্তর করেন।

সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য দক্ষিণ সুরমার উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের গোয়ালগাঁও ও হাজরাই মৌজায় মোট ৭৯.১১৭৫ একর জমি এলএ মামলা নং ০৯/২০১৯-২০ মূলে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: মো: ইসমাইল পাটোয়ারীর কাছে আনুষ্ঠানিকভাবে দখল বুঝিয়ে দেয়া হয়। হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি, জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।