হাতিয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ

সোমবার বিকেলে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে হাতিয়ায় লিফলেট বিতরণ করেছেন বিএনপি নেতাকর্মীরা।

ইফতেখার হোসেন, হাতিয়া (নোয়াখালী)

Location :

Hatia
হাতিয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ
হাতিয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ |নয়া দিগন্ত

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্যে নোয়াখালীর হাতিয়ায় লিফলেট বিতরণ করেছে বিএনপি। পরে জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রচারণার অংশ হিসেবে জনসভা অনুষ্ঠিত হয়।

সোমবার বিকেলে হাতিয়া উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক কারীমুল হাই নাঈম। পরে আফাজিয়া বাজারে এক জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভাকে কেন্দ্র করে হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য নেতাকর্মী এসে নলচিরা ঘাটে উপস্থিত হয়। দুপুরের পর থেকে গাড়ীযোগে কর্মী সমর্থকদের খন্ড খন্ড মিছিল নিয়ে নলচিরা ঘাটে আসতে দেখা যায়।

এর আগে পূর্ব নির্ধারিত সভায় অংশগ্রহণ করতে কারীমুল হাই নাঈম স্পিডবোট যোগে নলচিরা ঘাটে এসে পৌঁছেন। তাকে স্বাগত জানাতে অসংখ্য নেতাকর্মী ঘাটে উপস্থিত ছিলেন।

এসময় নেতা কর্মীদের মুহুর্মুহু স্লোগান ও করতালিতে মুখরিত হয়ে উঠে নলচিরা ঘাট এলাকা।

সভায় কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক কারীমুল হাই নাঈম নিজের প্রার্থিতার বিষয়ে আশা প্রকাশ করে বলেন, ‘প্রার্থী অনেকেই আছেন। তবে যারা দলের জন্য কাজ করেছে, করবে ও সাধারণ মানুষের পাশে থাকবে, মানুষ এমন প্রার্থীকে খুঁজে নেবে। আমরা দলের জন্য কাজ করি, অতীতেও দলের জন্য কাজ করে গিয়েছি। হাজারো নির্যাতন নিপীড়ন সহ্য করে কখনো পিছিয়ে যায়নি। সারা জীবন আমরা ধানের শীষের পক্ষে কাজ করে যাবো। ধানের শীষকে জয় করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। আমরা সারাদেশে সদস্য নবায়নে কাজ করছি। সদস্য নবায়নের মধ্য দিয়ে আমরা দেশে একটি বিপ্লব ঘটাবো।