আগে গণভোট, পরে জাতীয় নির্বাচন দিতে হবে : মুজিবুর রহমান

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
বক্তব্য রাখেন মুজিবুর রহমান
বক্তব্য রাখেন মুজিবুর রহমান |নয়া দিগন্ত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে করতে হবে, যাতে সব শ্রেণি-পেশার মানুষ ও সব দলের প্রতিনিধিত্ব থাকে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এছড়া জুলাই সনদ নভেম্বরের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এক দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হতে পারে না। আগে গণভোট ও পরে নির্বাচন দিতে হবে।’

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে মাঝিড়া উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘এ দেশের ৮০ ভাগ মানুষ কৃষক, তারা মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে। তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ৫৪ বছর ধরে জালিমরা শাসন করার কারণেই তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে।’

তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদে কোরআন নিয়ে যেতে চাই। যেন এ দেশের আইন-কানুন ও নীতিমালা কোরআন ও সুন্নাহর আলোকে পরিচালিত হয়। তাই সবাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে হবে।’

এছাড়া বগুড়া-৭ (গাবতলী–-শাজাহানপুর) আসনে গোলাম রব্বানীকে বিপুল ভোটে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান জামায়াতের এ নেতা।

কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল বারী আপেলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ও বগুড়া-৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী গোলাম রব্বানী, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এস এম শাজাহান, শাজাহানপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমান, উপজেলা জামায়াতর সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তারেকুল ইসলাম তারেক।

রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাছেদ, অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ, গাবতলী উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ ইউনুস আলী, মাওলানা আব্দুস সালাম, আব্দুল লতিফ প্রামাণিক, অধ্যাপক মোর্শেদুর রহমান বাবুল, মোখলেছুর রহমান মুকুল, প্রভাষক মাওলানা কাওসার আলী, মাওলানা আব্দুল মোমিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া সমাবেশে কয়েক হাজার কৃষক যোগ দেন।