পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ী সীমান্তে অবৈধ পারাপার, মাদক ও চোরাচালান বন্ধসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি নতুন বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সদর উপজেলার হাড়িভাসা সীমান্তের বড়বাড়ী এলাকায় বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের কমান্ডার ব্রিগিডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান নতুন বিওপির উদ্ধোধন করেন। নাম ফলক উম্মোচন শেষে বিওপি চত্বরে একটি কমলার চারা রোপন করেন তিনি।
পঞ্চগড় জেলার তিন দিকে ২৮২ কিলোমিটার ভারতীয় সীমান্ত রয়েছে। এ সীমান্ত এলাকায় নীলফামারী-৫৬, ঠাকুরগাঁও-৫০ ও পঞ্চগড়-১৮ ব্যাটালিয়ন দায়িত্ব পালন করে। নীলফামারী-৫৬ ব্যাটলিয়নের অধীনে বড়বাড়ী ও ঘগড়া সীমান্ত দিয়ে একর পর এক বিএসএফের গুলি, চোরাচালান, মাদকসহ ভারতের পুশইনের ঘটনা ঘটছে।
নতুন বিওপি উদ্ধোধনের আয়োজন করেন ঠাকুরগাঁও-৫০ সেক্টরের সেক্টর কমান্ডার গোলাম রব্বানী।
এ সময় নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্ম্দ বদরুদ্দোজাসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
ব্রিগিডিয়া জেনারেল এস এম জাহিদুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অবৈধ অস্ত্রপাচার প্রতিরোধ, চোরাচালানসহ সবধরনের সীমান্ত অপরাধ দমন করতে হবে।