ঢাকার আশুলিয়ায় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।
রোববার (৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো: জালাল উদ্দিন।
এর আগে শনিবার রাতে আশুলিয়ার মধ্যে গাজিরচট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ঢাকা জেলার আশুলিয়ার মধ্যে গাজিরচট এলাকার হোসেন হাওলাদারের ছেলে মো: কালাম হাওলাদার (৪৪) ও কালাম হাওলাদারের ছেলে মো: সোহাগ হাওলাদার (২১)।
ওসি জালাল উদ্দিন জানান, মাদক কারবারি বাবা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।



