দীর্ঘ অপেক্ষার অবসান, সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পাচ্ছে মুন্সীগঞ্জবাসী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ গত ৩০ ডিসেম্বর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj

দীর্ঘদিন অপেক্ষার পর মুন্সীগঞ্জবাসীর একটি বড় দাবির অবশেষে স্বীকৃতি মিলেছে। জেলায় সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ গত ৩০ ডিসেম্বর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। তিনি জানান, প্রজ্ঞাপন পাওয়ার পর প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মুন্সীগঞ্জের সন্তান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং নৌবাহিনী প্রধান এডমিরাল নাজমুল হাসানের সক্রিয় উদ্যোগ ও সমন্বিত প্রচেষ্টায় প্রকল্পটি অনুমোদনের পর্যায়ে পৌঁছায়। দীর্ঘদিন ধরে স্বাস্থ্য অবকাঠামো সংকটে থাকা জেলায় এটি একটি বড় অগ্রগতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মুন্সীগঞ্জ জেলায় একটি পূর্ণাঙ্গ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের জন্য সরকার নীতিগত সম্মতি প্রদান করেছে। অবকাঠামো নির্মাণ ও প্রয়োজনীয় জনবল নিয়োগসহ আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর একাডেমিক কার্যক্রম চালুর অনুমতি দেয়া হবে।

উল্লেখ্য, রাজধানীর নিকটবর্তী হলেও মুন্সীগঞ্জে এতদিন কোনো সরকারি মেডিক্যাল কলেজ না থাকায় জেলার রোগীদের চিকিৎসার জন্য ঢাকার ওপর নির্ভরশীল থাকতে হতো। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য উন্নত চিকিৎসা ছিল ব্যয়বহুল ও দুরূহ। নতুন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপিত হলে জেলার কয়েক লাখ মানুষ আধুনিক চিকিৎসাসেবার আওতায় আসবে বলে আশা করা হচ্ছে।