রাঙ্গামাটি আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা, একজনের স্থগিত

জমা দেয়া কাগজপত্রের অসঙ্গতি থাকায় হাত পাখা প্রতীকের প্রার্থী মুহাম্মদ জসিম উদ্দিনের মনোনয়নপত্র স্থগিত এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ স্বাক্ষর নেয়ার কথা থাকলেও কিছু কম থাকায় পহেল চাকমার মনোনয়নপত্রটি অবৈধ ঘোষণা করা হয়েছে।

রাঙ্গামাটি প্রতিনিধি

Location :

Rangamati
মনোনয়নপত্র যাচাই-বাছাই করছেন রাঙ্গামাটি জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী
মনোনয়নপত্র যাচাই-বাছাই করছেন রাঙ্গামাটি জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা রাঙ্গামাটির একমাত্র আসনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এ আসনে আট প্রার্থীর মধ্যে ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা এবং একজনের স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মনোনয়নপত্রের কাগজপত্র যাচাই-বাছাই করেন রাঙ্গামাটি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) নাজমা আশরাফী।

ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের প্রার্থী মুহাম্মদ জসিম উদ্দিনের মনোনয়নপত্রের জমা দেয়া কাগজপত্রের অসঙ্গতি থাকায় আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সময় বেধে দেয়া হয় এবং এক শতাংশ স্বাক্ষর নেয়ার কথা থাকলেও কিছু কম থাকায় স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার মনোনয়নপত্রটি অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী।

মনোনয়নপত্রের কাগজপত্র যাছাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘প্রার্থীদের জমা দেয়া কাগজপত্র সঠিক এবং কোনো অভিযোগ না থাকায় ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা, জমা দেয়া কাগজপত্রের অসঙ্গতি থাকায় একজনের স্থগিত এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ স্বাক্ষর নেয়ার কথা থাকলেও কিছু কম থাকায় সেটি অবৈধ ঘোষণা করা হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো: সুপার জসিম উদ্দিন, রাঙ্গামাটি সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুর রহমান ও নির্বাচনে অংশ নেয়া প্রার্থী ও প্রার্থীর মনোনীত প্রতিনিধিরা।