কর্ণফুলীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।’

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
কর্ণফুলীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যালি
কর্ণফুলীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যালি |নয়া দিগন্ত

চট্টগ্রামের কর্ণফুলীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যালির আয়োজন করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ক্রসিং এলাকায় এ র‌্যালি অনুষ্ঠিত হয়।

দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম মামুন মিয়ার সভাপতিত্বে ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজী মো: ওসমানের সঞ্চালনায় এ র‌্যালি অনুষ্ঠিত হয়।

এস এম মামুন মিয়া বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।’

এতে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সালেহ জহুর, এস এম ফারুক হোসাইন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল গফুর মেম্বার, সোলাইমান দোভাষী, আব্দুল কাদের সুজন, এজাবত উল্লাহ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি যথাক্রমে আবু তৈয়ব কন্টাক্টর, ইদ্রিস হায়দার, এ টি এম হানিফ, কাজী মঈন উদ্দীন টিপু, শেখ আহমদ মেম্বার, সাধারণ সম্পাদক যথাক্রমে মো: আবু তাহের, মো: সালাউদ্দিন, সেলিম খাঁন, মনির উদ্দিন মুন্সী, দক্ষিণ জেলা যুবদলের দফতর সম্পাদক মামুনুর রশীদ, সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, মো: সেলিম, কর্ণফুলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম শামিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: ফারুক, সদস্য সচিব দিদারুল আলম, উপজেলা শ্রমিক দলের সভাপতি তৈয়বুল আলম আংকুর, সাধারণ সম্পাদক মো: মনির প্রমুখ।