মাওলানা রফিকুল ইসলাম খান

জামায়াত ক্ষমতায় এলে নারীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করবে

‘জামায়াতকে ভোট দিন—আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজিমুক্ত, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব, ইনশাল্লাহ।’

মো: জাকিরুল হাসান, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

Location :

Ullahpara
কথা বলছেন মাওলানা রফিকুল ইসলাম খান
কথা বলছেন মাওলানা রফিকুল ইসলাম খান |ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে দেশের আবহাওয়া ও ভৌগোলিক বৈচিত্র্যকে কাজে লাগিয়ে নতুন নতুন শিল্পকারখানা স্থাপন করা হবে, যা যুবসমাজের জন্য ব্যাপক কর্মসংস্থানের দ্বার উন্মুক্ত করবে। এ দেশ থেকে বেকারত্ব দূর করে বাংলাদেশকে একটি স্বনির্ভর, আধুনিক ও মুনাফাভিত্তিক শক্ত অর্থনীতিকেন্দ্র হিসেবে দাঁড় করাতে জামায়াত বদ্ধপরিকর।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দূর্গানগর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে যোগিনীবাড়ী বটতলায় আয়োজিত এক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, দেশের অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করতে পুরুষদের পাশাপাশি নারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকায় এগিয়ে আসতে হবে। শুধু ছেলেদের নয়, আমাদের মেয়েরাও ব্যাংকের ম্যানেজার, আর্মি অফিসার, পুলিশ অফিসার হয়ে রাষ্ট্রীয় অর্থনীতিকে এগিয়ে নেবে। আমরা নারী সমাজের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করব।

মাওলান রফিকুল ইসলাম খান বলেন, বিগত সময়ে যারা ক্ষমতায় ছিলেন তারা দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। ব্যাংক, বীমা ও বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে। দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে, জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি; বরং তাদের ওপর চাপানো হয়েছে অব্যবস্থাপনা, দুর্নীতি ও অস্থিরতার বোঝা। ক্ষমতার অপব্যবহার ও দলীয় স্বার্থে দেশের সম্পদ লুটপাট করা হয়েছে, অথচ সেই সম্পদের ন্যূনতম সুফলও জনগণ পায়নি।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, সম্প্রতি একটি রাজনৈতিক দল দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, কিন্তু জনগণ জানে, অতীতে কারা বাংলাদেশকে পাঁচবার দুর্নীতিতে ‘বিশ্বচ্যাম্পিয়ন’ করেছে।

তিনি আরো বলেন, বাসস্ট্যান্ড, টেম্পুস্ট্যান্ড ও বালুমহাল দখলের জন্য নিজেদের দলের ১৮০ জনের বেশি কর্মীকে খুন করেছে তারা। এখন তারা চাঁদাবাজি বন্ধের কথা বলছে, যা দেশবাসী বিশ্বাস করে না।

তার মতে, জনগণকে আর ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না। গত দেড় বছরে এই দলটি শুধু ‘ট্রেলার’ দেখিয়েছে। আল্লাহ না করুক তারা যদি ক্ষমতায় যেতে পারে, তবে ১৭ বছরের ক্ষুধা একসাথে মেটানোর চেষ্টা করবে, তখন চাঁদা দিতে দিতে দেশে বসবাস করাই কঠিন হয়ে পড়বে।

তিনি আশ্বাস দিয়ে বলেন, জামায়াত যদি ক্ষমতায় আসে, তবে দেশের সর্বস্তরে স্বচ্ছতা ফিরিয়ে এনে দুর্নীতি, ঘুষ ও চাঁদাবাজি নির্মূল করবে। ব্যবসা-বাণিজ্যে কোনো বাধা থাকবে না। সৎ মানুষ স্বাধীনভাবে ব্যবসা করতে পারবে, এবং কেউ তাদের কাছ থেকে চাঁদা চাইতে পারবে না।

মাওলানা রফিকুল ইসলাম খান জনগণের উদ্দেশে বলেন, জামায়াতকে ভোট দিন—আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজিমুক্ত, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব, ইনশাল্লাহ।

সাধারণ সভায় দূর্গানগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা বেলাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলার অফিস সম্পাদক মো: আব্দুল বারী, উপজেলার প্রচার সম্পাদক আশরাফুল আলম মুত্তালিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।