মুহাম্মদ ফজল করিম, ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি হানিফ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে ওই উপজেলার হেয়াকোঁ ইউনিয়নের সরকার পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
হানিফ সরকার ওই এলাকার আব্দুস সাত্তার সরকারের ছেলে। তিনি ওই উপজেলার দাতমারা ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, গ্রেফতারের পর হানিফকে থানায় নেয়া হয়েছে। কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে, তা এখনো নিশ্চিত হয়নি। সংশ্লিষ্ট মামলা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।



