যশোরের শার্শা উপজেলার বেনাপোল বন্দর নগরীর চেকপোস্ট বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কালু কাজী (৪৩) নামে এক চা দোকানীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজা বাদশা মানি চেন্জারের সামনে অবস্থিত তার দোকানে এ দুর্ঘটনা ঘটে।
কালু কাজী নড়াইল জেলার লোহাগড়া উপজেলার হাসেম কাজীর ছেলে। তিনি পরিবারসহ বেনাপোল বড়আঁচড়া গ্রামে ভাড়া বাড়িতে বসবাস করতেন এবং চেকপোস্ট বাজারে চায়ের দোকান চালাতেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৭টার সময় দোকানের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ বিদ্যুতায়িত মাটিতে পড়ে গিয়ে কালু কাজী জ্ঞান হারান।
দোকানের কর্মচারী আরিফ জানান, কালু কাজী পানির কেটলিতে হাত দেয়ার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মালিকের গায়ের উপর পড়ে যান। কিছু সময়ের মধ্যে আরিফ সুস্থ হলেও তার জ্ঞান ফেরেনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার এসআই মানিক জানান, এমন একটি খবর পেয়েছি। এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। খোঁজখবর নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।