চাঁদপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

‘চাঁদপুর-৩ আসনের জনগণকে সাথে নিয়ে ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’

চাঁদপুর প্রতিনিধি

Location :

Chandpur
চাঁদপুর-৩ আসন থেকে জামায়াত প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া মনোনয়নপত্র সংগ্রহ করেছেন
চাঁদপুর-৩ আসন থেকে জামায়াত প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া মনোনয়নপত্র সংগ্রহ করেছেন |নয়া দিগন্ত

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো: শাহজাহান মিয়া মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক (ডিসি) মো: নাজমুল ইসলাম সরকারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, শহর জামায়াতের সেক্রেটারি শেখ বেলায়েত হোসাইন, হাইমচর জামায়াতের সেক্রেটারি মো: জসিম উদ্দিন, সদর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জুবাইর হোসাইন খান, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান সবুজসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র সংগ্রহের পর অ্যাডভোকেট মো: শাহজাহান মিয়া বলেন, ‘চাঁদপুর-৩ আসনের জনগণকে সাথে নিয়ে ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’

এ সময় মনোনয়নপত্র উত্তোলনকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অন্যদিকে, একই দিন চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক (ডিসি) মো: নাজমুল ইসলাম সরকারের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য সফিউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, সহ-সভাপতি দেওয়ান মো: সফিকুজ্জামান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালামসহ দলের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র জমা দেয়ার পর শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ‘দীর্ঘ ১৭ বছর বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে চাঁদপুরে আন্দোলন ও সংগ্রাম করেছি একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের জন্য। এই ফসল আমাদেরই। আমরা মনে করি ভোটাররা ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দিবে।’