লালমনিরহাটে নলকূপ ও অজুখানা নির্মাণ সামগ্রী বিতরণ

ছওয়াবের প্রজেক্ট অফিসার মো: শাহাজুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম ও হাতীবান্ধা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো: আনোয়ারুল ইসলাম রাজু।

সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট

Location :

Lalmonirhat
লালমনিরহাটে নলকূপ ও অজুখানা নির্মাণ সামগ্রী বিতরণ
লালমনিরহাটে নলকূপ ও অজুখানা নির্মাণ সামগ্রী বিতরণ |ছবি : নয়া দিগন্ত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীর প্রত্যন্ত চর এলাকায় ৪০টি মসজিদ ও মাদরাসায় নলকূপসহ অজুখানা নির্মাণ সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ছওয়াব’।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার সরকারি আলিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে নলকূপসহ অন্য সামগ্রীগুলো মাদরাসা ও মসজিদ কমিটির দায়িত্বপ্রাপ্তদের বুঝিয়ে দেয়া হয়।

ছওয়াবের প্রজেক্ট অফিসার মো: শাহাজুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম ও হাতীবান্ধা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো: আনোয়ারুল ইসলাম রাজু।

তিনি বলেন, ‘ছওয়াবের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। লালমনিরহাটে নিম্নআয়ের মানুষের বসবাস। এখানে নলকূপ ও মানবিক সহায়তাগুলো আরো বেশি করে দেয়ার জন্য ছওয়াবের প্রতি অনুরোধ করছি।’

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাবিবুর রহমান সাতা, শিক্ষা অনুরাগী মো: রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মো: জাহাঙ্গীর আলম ও ছওয়াবের প্রজেক্ট অফিসার মো: আফতাবুজ্জামান।