‘তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তারেক রহমান’

শুক্রবার (২৪ অক্টোবর) সিলেটে হযরত শাহজালাল র.-এর দরগাহ মসজিদে জুমার নামাজ আদায়ের পর বেলা ২টার দিকে গণমাধ্যমের মুখোমুখি হলে এসব কথা বলেন তিনি।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
গণমাধ্যমের মুখোমুখি হুমায়ুন কবির
গণমাধ্যমের মুখোমুখি হুমায়ুন কবির |নয়া দিগন্ত

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির নবনিযুক্ত যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিভাগ) হুমায়ুন কবির।

শুক্রবার (২৪ অক্টোবর) সিলেটে হযরত শাহজালাল র.-এর দরগাহ মসজিদে জুমার নামাজ আদায়ের পর বেলা ২টার দিকে গণমাধ্যমের মুখোমুখি হলে এসব কথা বলেন তিনি।

এর আগে দুপুর ১২টার দিকে যুক্তরাজ্য থেকে সরাসরি সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছালে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। বিমানবন্দর থেকে তিনি হযরত শাহজালাল র.-এর মাজারে চলে আসেন এবং জিয়ারত করেন।

হুমায়ুন কবির বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন। তফসিল ঘোষণা হলেই তিনি দেশে ফিরবেন।’

তিনি বলেন, ‘কিছু কিছু উপদেষ্টার বক্তব্য-বিবৃতি ও আচরণের কারণে সাধারণ মানুষ অস্বস্তিতে আছেন।’

‘পিআর পদ্ধতি নিয়ে এখন দেশের মানুষ ভাবছে না। তারা চায় ১৫ বছর পর শান্তি-শৃঙ্খলায় ভোটাধিকার প্রয়োগ করতে। দেশের মানুষ এখন ভোটের জন্য উন্মুখ হয়ে আছেন।’

এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিলেট-৪ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী মিফতাহ সিদ্দিকী নয়া দিগন্তকে বলেন, ‘কেন্দ্রে সিলেটের কোনো স্থায়ী সদস্য, ভাইস চেয়ারম্যান বা গুরুত্বপূর্ণ পদে কেউ ছিলেন না। হুমায়ুন কবির দলের যুগ্ম মহাসচিব পদ লাভ করায় সেই শূন্যতা কিছুটা হলেও পূরণ হয়েছে। তার নেতৃত্বে আমরা তারেক রহমানের দেশ গড়ার ৩১ দফা বাস্তবায়ন করতে কাজ করবো। বিএনপিকে নির্বাচনে বিজয়ী করে সিলেটবাসীকে আমরা আবার নতুন কিছু উপহার দিতে চাই।’

সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপি নেতা ও শিল্পপতি ফয়সল চৌধুরী নয়া দিগন্তকে বলেন, ‘নবনিযুক্ত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সিলেটের মানুষ। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা। সিলেটবাসীর আশা, বিএনপি ক্ষমতায় গেলে তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ অলংকৃত করবেন। তার মাধ্যমে সিলেটবাসীর উন্নয়ন-বঞ্চনার অবসান হবে।’

এসময় উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী, দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, বিএনপি নেতা ভিপি মাহবুবুল হক চৌধুরীসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।