শৈলকুপায় পানি খাওয়াতে গিয়ে সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

বাড়িতে রাখা বিষধর গোখরা সাপকে পানি খাওয়াতে গেলে তাকে কামড় দেয়। পরে নিজেই শরীর থেকে বিষ নামানোর চেষ্টা করলে তিনি আরো অসুস্থ হয়ে পড়েন।

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা

Location :

Shailkupa
শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে এন্টিভেনম দিয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়
শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে এন্টিভেনম দিয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয় |সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পানি খাওয়াতে গিয়ে নিজের পোষা বিষধর সাপের কামড়ে কাদের খন্দকার (৮০) নামে এক বুদ্ধ সাপুড়িয়ার মৃত্যু হয়েছে।

শনিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এর আগে, এদিন সন্ধ্যায় তাকে সাপে কামড় দেয়।

ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়ীয়া গ্রামে।

জানা গেছে, উপজেলার খুলুমবাড়িয়া গ্রামের কাদের সাপুড়িয়া নিজ বাড়িতে রাখা বিষধর গোখরা সাপকে পানি খাওয়াতে গেলে তাকে কামড় দেয়। পরে নিজেই শরীর থেকে বিষ নামানোর চেষ্টা করলে তিনি আরো অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন চিকিৎসার জন্য শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে এন্টিভেনম দেয়া হয়। তবে হার্টের জটিলতা থাকায় তার অবস্থার অবনতি ঘটে। কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।

এ বিষয়য়ে হাকিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জদ্দার বলেন, ‘কাদের সাপুড়িয়া দীর্ঘদিন সাপ ধরে নিয়ে বিভিন্ন জায়গায় খেলা দেখিয়ে বেড়াতেন এবং বাড়িতে সাপ ধরে রাখতেন। লোকমুখে শুনেছি, বাড়িতে রাখা সাপকে পানি খাওয়াতে গেলে সেই সাপে তাকে কামড় দিলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’