দৈনিক নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর পরিচয়পত্রের ফি কমালো বাউফল পৌর কর্তৃপক্ষ। তিন শ’ টাকার পরিবর্তে এখন এক শ’ টাকা করে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। যদিও আগে এই পরিচয়পত্র বিনামূল্যে পেত পৌর নাগরিকরা।
বুধবার (১২ মার্চ) দৈনিক নয়া দিগন্তের অনলাইন সংস্করণে ‘বাউফলে একটি পরিচয়পত্রের মূল্য তিন শ’ টাকা!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক আমিনুল ইসলাম পরিচয়পত্র তিন শ’ টাকার পরিবর্তে এক শ’ টাকা নেয়ার সিদ্ধান্ত নেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পৌর বাসিন্দার সাথে কথা হলে তারা জানান, বিভিন্ন কাজে এই পরিচয়পত্রের দরকার হয়। আগে বিনামূল্যে নিতাম। গত কয়েক মাস হয় টাকা দিয়ে নিতে হয়। চাকরির আবেদন, সরকারের নানাবিধ সুবিধা গ্রহণসহ অফিস-আদালতের প্রয়োজনে অনেকবার পরিচয়পত্র নিতে হয়েছে।
এখন যতবার পরিচয়পত্র নেবো ততবার টাকা দিতে হবে। এটা নাগরিক সুবিধার পরিপন্থী। যেহেতু টাকা নেয়ার ক্ষেত্রে সরকারের কোনো নির্দেশনা নেই। তাই আগের মতো বিনামূল্যেই এই পরিচয়পত্র দেয়া হোক।