পীরগাছায় পুকুর থেকে ইউনিয়ন জামায়াতের সাবেক নেতার লাশ উদ্ধার

আজ সকাল ১১টার দিকে পবিত্রঝাড় কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা মাঠে এবং দুপুর ২টার দিকে আল ফোরকান ক্যাডেট মাদরাসা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

মো: মফিদুল ইসলাম সরকার

Location :

Pirgachha
পীরগাছায় পুকুর থেকে ইউনিয়ন জামায়াতের সাবেক নেতার লাশ উদ্ধার
পীরগাছায় পুকুর থেকে ইউনিয়ন জামায়াতের সাবেক নেতার লাশ উদ্ধার |নয়া দিগন্ত

রংপুরের পীরগাছা উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি এবং পীরগাছা পবিত্রঝাড় কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার সাবেক আরবি সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কুদ্দুসের (৭০) লাশ তার বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে পবিত্রঝাড় কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা মাঠে এবং দুপুর ২টার দিকে আল ফোরকান ক্যাডেট মাদরাসা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগরীর আমির মাওলানা এ টি এম আজম খান, রংপুর জেলে সেক্রেটারি মাওলানা এনামুল হক, জেলা মানব সম্পাদক বিষয়ক সম্পাদক মোতালেব হোসেন, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমদ, উপজেলা আমির বজলুল রশিদ মুকুল। উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, সদর ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রেজা প্রমুখ।