ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মাধ্যমিক পর্যায়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে আশুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকসুদ জাহেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন। উপকরণের মধ্যে ছিল—একটি স্কুলব্যাগ, একটি ছাতা ও একটি রেনকোট। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের (সংযুক্ত) সচিব মাহমুদুল হোসাইন খান।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সচিব বলেন, ‘আশুগঞ্জকে পৌরসভা ঘোষণা, প্রেস ক্লাব আধুনিকায়ন, উপজেলার বিভিন্ন সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নসহ সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’
ব্রাহ্মণবাড়িয়া জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শংকর কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে উদ্দিন ছড়ার সঞ্চালনায় আরো বক্তব্য দেন— আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, আশুগঞ্জ সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: হেলাল উদ্দিন খান, আশুগঞ্জ সার কারখানা কলেজের অধ্যক্ষ মো: শওকত আলী, সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী আনোয়ার হোসেন পাটোয়ারী, সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার, এলজিআরডির নির্বাহী প্রকৌশলী মো: ইব্রাহিম খলিল, জনস্বাস্থ্য প্রকৌশলীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: খায়রুল আলম, প্রেস ক্লাব সম্পাদক লোকমান হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলার মাধ্যমিক পর্যায়ের ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২১০ জন শিক্ষার্থীর মাঝে এসব শিক্ষা সহায়তা বিতরণ করা হয়।
পরে স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকসুদ জাহেদী ও প্রধান উপদেষ্টা কার্যালয়ের (সংযুক্ত) সচিব মাহমুদুল হোসাইন খান আশুগঞ্জ উপজেলার বিভিন্ন সড়ক, কাচারি পুকুর পার ও সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।



