মান্দায় রাস্তার পাশ থেকে নারীর লাশ উদ্ধার

নওগাঁর মান্দায় রাস্তার পাশে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিচয় শনাক্ত ও ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

এম এম হারুন আল রশীদ হীরা, মান্দা (নওগাঁ)

Location :

Manda
মান্দায় রাস্তার পাশ থেকে নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ
মান্দায় রাস্তার পাশ থেকে নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ |প্রতীকী ছবি

নওগাঁর মান্দা উপজেলায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার পরানপুর ইউনিয়নের হলুদঘর গ্রামের অদূরে পাকা রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে মান্দা থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মামলা ও লাশের ময়নাতদন্ত করার জন্য প্রস্তুতি চলছে।

Topics