যারা নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করবে, তাদের কাউকে ছেড়ে দেয়া হবে না বলে হুঁশিয়ারী উচ্চারণ করে কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, ‘ভোটের ও ভাতের অধিকার কায়েম করার জন্য বছরের পর বছর লড়াই করেছে বিএনপির নেতাকর্মীরা। দেশের মানুষ ভোটের পক্ষে রয়েছে। তারেক রহমানকে দেশের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।’
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় বিএনপির এই নেতা আরো বলেন, ‘যারা গত ১৭ বছর দলের জন্য আন্দোলন করেছেন তারাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আসল সৈনিক। বিএনপি রাজপথে আন্দোলন সংগ্রাম করলেও দলের কেউ কখনোই দেশ ছেড়ে পালিয়ে যায়নি। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনাই ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এই শেখ হাসিনার ঘটনা থেকেই বিএনপির নেতাকর্মীদের শিক্ষা নিতে হবে। কেউ কখনই এমন কোনো কাজ করবো না যাতে সমাজের মানুষ বিরক্ত হয়।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক ইরাদ মুন্সি, আরিফ সরদার, সাংগঠনিক সম্পাদক মিজান শিকদারসহ অনেকেই।
এদিকে, দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক নেত্রী হেলেন জেরিন খানের উদ্যোগে আলাদা বর্ণাঢ্য র্যালি বের করে দলের নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদার, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠুসহ অনেকেই।
অন্যদিকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিল্ট বৈদ্যের আয়োজনে পৌর ঈদগাহ মাঠ থেকে একটি মিছিল বের হয়ে ইটেরপুল গিয়ে শেষ হয়। এ সময় জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এ বি এম মাহমুদ, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, পৌর যুবদলের আহ্বায়ক বাশার মাতুব্বরসহ অনেকেই উপস্থিত ছিলেন।