ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘দেশের মানুষ একটি স্বচ্ছ, শান্ত ও নিরপেক্ষ নির্বাচন চায়। আশা করছি অন্তর্বর্তী সরকার শান্ত পরিবেশে দেশকে সেই নির্বাচন উপহার দেবে। দেশের মানুষ আর চাঁদাবাজদের ভোট দেবে না। বিদেশে অর্থপাচারকারীদের প্রতিও জনরোষ বাড়ছে।’
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম বলেন, ‘কোনো দল বা কোনো ব্যক্তির কথা চিন্তা করে নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে, যারা এতদিন সকাল-বিকেল নির্বাচনের জিকির করতো তারা আজ নিশ্চুপ। ঘোষিত পরিকল্পনা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম দিকেই নির্বাচন হওয়াই জনগণের প্রত্যাশা। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হলে জনগণ তা মেনে নেবে না।’
তিনি বলেন, ‘দেশের মানুষ শান্তিপ্রিয়, নারীরা নিরাপত্তা, ব্যবসায়ীরা চাঁদামুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ, চাকরিজীবীরা যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি ও শ্রমিকরা ন্যায্য অধিকার চান। কোনো ধরনের আন্দোলন শুরু হওয়ার আগেই জনগণ তাদের মৌলিক অধিকার সুরক্ষিত দেখতে চায়। দেশে ২৮ লাখ কোটি টাকা পাচার না হলে কোনো মানুষ দারিদ্র্যসীমার নিচে জীবনযাপন করতে হতো না।’
নির্বাচন পরিচালনা কমিটি নারায়ণগঞ্জ-৪-এর আহ্বায়ক মুহা: শফিকুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, নগর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের হাতপাখার প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ-৪-এর হাতপাখার প্রার্থী মাওলানা ইসমাঈল সিরাজি, জেলা সভাপতি মাওলানা মো: দ্বীন ইসলাম, নগর সেক্রেটারি সুলতান মাহমুদ, জেলা সেক্রেটারি জাহাঙ্গীর কবির ও বাংলাদেশ খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ জেলা আমির আতিকুর রহমান নান্নু মুন্সী প্রমুখ।



