চট্টগ্রামে যুবদলকর্মী হত্যার মামলায় গ্রেফতার ৮

গোয়েন্দা পুলিশ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে এই পর্যন্ত আটজনকে গ্রেফতার করা হয়। আরো কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং দ্রুতই তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Chattogram
চট্টগ্রামে যুবদলকর্মী হত্যার মামলায় গ্রেফতার ৮
চট্টগ্রামে যুবদলকর্মী হত্যার মামলায় গ্রেফতার ৮ |সংগৃহীত

বন্দর নগরী চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে ব্যানার টাঙ্গানোকে কেন্দ্র করে সংঘর্ষে যুবদলকর্মী মো: সাজ্জাদ (২২) হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলার এজাহারনামীয় আট আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি এই ঘটনায় মঙ্গলবার রাতে নিহতের বাবা মো: আলম ১৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৩৫ থেকে ৪০ জনকে আসামি করে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন।

মঙ্গলবার থেকে আজ বুধবার পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা পুলিশ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে এই পর্যন্ত আটজনকে গ্রেফতার করা হয়। আরো কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং দ্রুতই তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

গ্রেফতাররা হলেন সবুজ ইসলাম মিরাজ (২৪), মো: সাইদুল ইসলাম (২০), এমরান হোসেন সাগর (৩০), জিহান (২২), মো: তামজিদুল ইসলাম প্রিন্স ওরফে সাজু (৪৭), মো: আরাফাত (২২), মো: ওসমান (২৮) ও দিদারুল আলম রাসেল (৪০)।

অভিযোগে জানা যায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে বাকলিয়ার এক্সেস রোড-সংলগ্ন মদিনা আবাসিক এলাকার সামনে স্থানীয় আধিপত্য বিস্তার ও যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার টানানো নিয়ে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান মো: সাজ্জাদ (২২)। আহত হন আরো অন্তত ১৪ জন।

সূত্র : বাসস