সরকার-ঘোষিত মজুরি বাস্তবায়নের দাবিতে সাভারের হেমায়েতপুর চামড়া শিল্প নগরীতে সমাবেশ করেছে ট্যানারি শ্রমিকরা।
ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে ও ইউনিয়নের সভাপতি মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন অফিসের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের আগে বিভিন্ন কারখানা থেকে শতশত ট্যানারি নারী ও পুরুষ শ্রমিকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে একত্রিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ২০২৪ সালের ২১ নভেম্বর ট্যানারি শিল্পের শ্রমিকদের জন্য গ্রেট-১, ৩৪,১৬৮/, গ্রেট-২, ২৮,৩৮৮/, গ্রেট-৩, ২৪,০০২/, গ্রেট-৪, ২০,৯৯৩/ ও গ্রেড-৫, ১৮০০১/ পাঁচটি গ্রেডে ন্যূনতম মজুরি ঘোষণা করে গেজেট প্রকাশ করে, যা অবিলম্বে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু বছর পেরিয়ে গেলেও মালিকপক্ষ এই নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন করেনি। পরবর্তী সময়ে অনেক দেন-দরবার, আলোচনা-পর্যালোচনার পর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় মালিকদের অনুরোধে ঘোষিত ন্যূনতম মজুরি সংশোধনের (রিভাইজ) সিদ্ধান্ত নেয়।
এ ব্যাপারে শ্রমিকদের তীব্র আপত্তি থাকলেও দীর্ঘদিন পরেও শ্রমিকদের বেতন বৃদ্ধি না হওয়ায় এবং ন্যূনতম মজুরি বাস্তবায়নের কথা বিবেচনা করে শ্রমিক পক্ষ ন্যূনতম মজুরির সংশোধন মেনে নেয় এবং মালিক ও শ্রমিক উভয়পক্ষ সেখানে স্বাক্ষর করে।
এরপরও মালিকরা টালবাহানা শুরু করে এবং দীর্ঘ কয়েক মাস অতিবাহিত হওয়ার পরেও সেই সংশোধিত ন্যূনতম মজুরিও মালিকরা বাস্তবায়ন করেননি।
যার ফলে গত পরশু দিন থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করে আসছে শ্রমিকরা। আজ (শনিবার) চতুর্থ দিন শ্রমিকরা তিন ঘণ্টা কর্মবিরতি পালন করে সমাবেশ করেন।
শ্রমিকরা এসময় বলেন, ‘২০ জানুয়ারির মধ্যে আমাদের দাবি অনুযায়ী যেসব কারখানা মজুরি দিবে তাদের ছাড়া অন্য কারখানায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করা হবে।’
শ্রমিকরা এসময় আরো বলেন, ‘আমাদের ধৈর্য্যের বাঁধ ভেঙে গেছে। আমরা ভীষণভাবে হতাশ ও ক্ষুদ্ধ। তাই আজ আমরা শান্তিপূর্ণ শ্রমিক সমাবেশ করছি।
দ্রুততম সময়ে শ্রমিকদের সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি পাঁচটি গ্রেড বাস্তবায়নে ট্যানারি মালিকদের প্রতি আহ্বান জানান তারা।
সমাবেশে ইউনিয়নের সভাপতি ছাড়াও আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবদুল মালেক, এপেক্স ট্যানারির প্রতিনিধি শ্রমিক নেতা নজরুল ইসলাম, নারীনেত্রী ঝর্ণা বেগমসহ বিভিন্ন ট্যানারির শ্রমিক প্রতিনিধিরা।



