রংপুরে মাকে হত্যার পর পুঁতে রাখার মামলায় ছেলের মৃত্যুদণ্ডাদেশ

রংপুরে মাকে হত্যা করে গর্তে পুঁতে রাখার দায়ে ছেলে জামিল মিয়াকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা দিয়েছেন আদালত; রায়ে পক্ষদ্বয়ের ভিন্ন প্রতিক্রিয়া।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুরে মাকে হত্যার পর পুঁতে রাখার মামলায় ছেলে জামিল মিয়ার মৃত্যুদণ্ডাদেশ
রংপুরে মাকে হত্যার পর পুঁতে রাখার মামলায় ছেলে জামিল মিয়ার মৃত্যুদণ্ডাদেশ |নয়া দিগন্ত

রংপুরে মাকে হত্যা করে গর্তে পুঁতে রাখার দায়ে অভিযুক্ত ছেলে জামিল মিয়াকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা নাজির এ আদেশ দেন।

কোর্ট ইন্সপেক্টর আমিরুল ইসলাম জানান, স্ত্রীর সাথে মনোমালিন্যের জেরে ২০২২ সালের ১৯ আগস্ট কাউনিয়ার সিট নাজিরদহ এলাকায় জামিল মিয়া ওরফে ভেলন তার মা মাজেদা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঘরের মেঝেতে গর্ত করে পুঁতে রাখেন। তিন দিন পর গন্ধ বের হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ও জামিলকে গ্রেফতার করে। এ ঘটনায় নিহতের ভাই সামসুল হক মামলা করেন। পরে ১২ জন স্বাক্ষীর সাক্ষ্য ও জেরা গ্রহণ শেষে জেলা ও দায়রা জজ আদালত মৃত্যুদণ্ডাদেশ ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের পিপি মো: আফতাব উদ্দিন এবং আসামিপক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী মো: শামীম আল মামুন উপস্থিত ছিলেন।

আসামিপক্ষের স্টেট ডিফেন্স আইনজীবী মো: শামীম আল মামুন বলেন, ‘রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। কাগজপত্র পাওয়ার পর রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।’

রাষ্ট্রপক্ষের পিপি মো: আফতাব উদ্দিন বলেন, ‘অপরাধ করলে কেউই আইনের ঊর্ধ্বে নয়। একজন ছেলে তার মাকে হত্যার পর মাটিতে পুঁতে রাখবে এটি খুবই জঘন্য অপরাধ। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’