পাটগ্রামে জাতীয়তাবাদী ওলামা দলের দ্বিবার্ষিক সম্মেলন

শনিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আমিনুর রহমান বাবুল, পাটগ্রাম (লালমনিরহাট)

Location :

Lalmonirhat
জাতীয়তাবাদী ওলামা দলের দ্বিবার্ষিক সম্মেলনে অতিথিরা
জাতীয়তাবাদী ওলামা দলের দ্বিবার্ষিক সম্মেলনে অতিথিরা |নয়া দিগন্ত

লালমনিরহাটের পাটগ্রামে জাতীয়তাবাদী ওলামা দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

হাফেজ মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও লালমনিরহাট-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান।

বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা গোলাম মোস্তফা, সদস্য সচিব মাওলানা মফিদুল ইসলাম মিন্টু। এ সময় উপজেলা বিএনপির সভাপতি সপিকার রহমান, সাধারণ সম্পাদক ওয়ালিয়ার রহমান সোহেল, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ শওকত হায়াত প্রধান বাবু, পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর কবির শামীম, জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যক্ষ আব্দুর রহিম, সাবেক ছাত্রদল সভাপতি হাবিবুর রহমান পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার হাসান রাজিব উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, ‘বিএনপি যে ওয়াদা করেছে সেই ওয়াদা বিএনপিকে রাখতে হবে। কারণ আগামী প্রত্যেকটা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। বিএনপি যদি ওয়াদা না রাখে তাহলে আপনারা বিএনপির ওপর থেকে সমর্থন তুলে নেয়ার সুযোগ পাবেন। বিএনপি উন্নয়ন ও চেতনার রাজনীতি করে।’