মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দিতে সিকোটেক্স ডাইং অ্যান্ড প্রিন্ট্রিং ফ্যাক্টরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে হঠাৎ করে সিকোটেক্স ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি ফ্যাক্টরির শ্রমিকদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিয়ে বালুয়াকান্দি সিকোটেক্স ডাইং অ্যান্ড প্রিন্ট্রিং ফ্যাক্টরির কর্তৃপক্ষ স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে অপরাগতা প্রকাশ করেন।
ফ্যাক্টরির ড্রায়ার মেশিন থেকে এ আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চিত করে গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, ‘আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ফ্যাক্টরিতে গিয়ে আধ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।