গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে রেল চলাচল কিছু সময় বন্ধ থাকে; পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।

মোহাম্মদ মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া

Location :

Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়া জেলার ম্যাপ
ব্রাহ্মণবাড়িয়া জেলার ম্যাপ |নয়া দিগন্ত

গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকে।

বুধবার (১২ নভেম্বর) রাত পৌনে ২টার দিকে সদর উপজেলার দুবলা এলাকায় (আখাউড়া-চিনাইর সড়কের পাশে) এ ঘটনা ঘটে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত বৃহস্পতিবারের (১৩ নভেম্বর) ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে গাড়ি ও স্থাপনায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা চলার মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন দেয়া হলো।

রেলওয়ে সূত্রে জানা গেছে, দুর্বৃত্তদের দেয়া আগুনের কারণে কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। চট্টগ্রামগামী তূর্ণা নিশিতা এক্সপ্রেস পাঘাচং এলাকায় এবং একই রুটের বিজয় এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম। তিনি জানান, খবর পেয়ে রাত সোয়া ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ওসি বলেন, ‘দুর্বৃত্তরা রেললাইনের উপর প্লাস্টিকের পাইপে আগুন লাগিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা পালিয়ে যায়। তবে অল্প সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়।’