বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও খাগড়াছড়ি আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেছেন, ‘জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় এলে মসজিদ যেমন পাহারা দিতে হয় না তেমনিভাবে মন্দিরও পাহারা দিতে হবে না। আমরা এমন একটি বাংলাদেশ তৈরি করতে চাই যেখানে নির্ভয়ে-নির্বিঘ্নে সকলে তার ধর্ম-কর্ম পালন করবে। সেখানে কোনো নিরাপত্তার ভয় থাকবে না। পাহাড়ি-বাঙালি সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ তৈরি করব।’
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে জেলা শহরের শান্তিনগরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এয়াকুব আলী চৌধুরী বলেন, ‘জামায়াত ক্ষমতায় এলে প্রতিটি সেক্টরে টেকসই উন্নয়ন বাস্তবায়ন করা হবে। এছাড়া দুর্নীতির বিরুদ্ধে জামায়াতের অবস্থান হবে জিরো টলারেন্স।’
এ সময় জামায়াতের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দলটিকে পরীক্ষা করার আহ্বান জানান তিনি।
এ সময় অন্যদের মধ্যে খাগড়াছড়ি জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিনহাজ, পানছড়ি উপজেলা জামায়াতের আমির জাকির হোসেনসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার বিকেলে গুইমারা উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন জামায়াতের এ নেতা। এ সময় অন্যদের মধ্যে খাগড়াছড়ি জেলা জামায়াতের দফতর সম্পাদক মো: ইউছুফ, উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আবু বকর ছিদ্দিকসহ স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।



