বোদা (পঞ্চগড়) সংবাদদাতা
পঞ্চগড়ের বোদায় এক সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ছয়জন। আহতদের মধ্যে দু’জন শিশু রয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বোদা-দেবীগঞ্জ মহাসড়কের চন্দনবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের একজন পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের চেপ্টিপাড়া গ্রামের ধীরেন্দ্রনাথ বর্মনের স্ত্রী খোইটালী বর্মন (৫০)। অপর নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দেবীগঞ্জ থেকে বোদার দিকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা একটি মিথিলাভ্যান অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয় এবং ছয়জন আহত হন। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি স্থানীয় বাসিন্দারা আটক করেছেন। তবে চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সেলিম মালিক দুর্ঘটনায় দু’জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।



