সুনামগঞ্জে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীর সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ

Location :

Sunamganj
সাংবাদিক ও গণমাধ্যমকর্মীর সাথে প্রশাসনের মতবিনিময়
সাংবাদিক ও গণমাধ্যমকর্মীর সাথে প্রশাসনের মতবিনিময় |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ও গণভোট উপলক্ষে নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরীর পরিচালনায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘আসন্ন নির্বাচন একটি সাংবাদিকবান্ধব নির্বাচন। সাংবাদিকরা জাতির বিবেক। নিরপেক্ষভাবে প্রকৃত ঘটনা তুলে ধরবেন। কেন্দ্র পর্যবেক্ষণ দায়িত্বশীল কাজ হলেও কোনো পক্ষের হয়ে অবস্থান নেয়া ভালো কাজ নয়। নির্বাচনের সময় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুল তথ্য ও অপতথ্য ছড়ানোর আশঙ্কা রয়েছে। এ ক্ষেত্রে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সভায় পুলিশ সুপার এবিএম জাকির হোসেন আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিক ও জেলাবাসীর সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের মধ্যে মতামত প্রকাশ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেরগুল আহমেদ, সুনামগঞ্জ খবর পত্রিকার সম্পাদক পঙ্কজ দে, রির্পোটার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, দৈনিক নয়া দিগন্ত জেলা প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ, একাত্তর টিভির জেলা প্রতিনিধি শহীদ নুর আহমেদ, ডিবিসির প্রতিনিধি আসাদ মণি প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ এবং জেলা নির্বাচন অফিসার মো: শুকুর মাহমুদ মিয়া।

নির্বাচনী আচরণবিধিমালা উপস্থাপনা করেন সহকারী কমিশনার মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী।