নোয়াখালী বিভাগ বাস্তবায়নে দাবিতে বুধবার সকাল ১১টার দিকে বেগমগঞ্জ চৌরাস্তায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সকল শ্রেণীর মানুষ। বিক্ষোভ মিছিল শেষে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের নিকট প্রধান উপদেষ্টা ড. মো: ইউনুছ বরাবর স্মারকলিপি পেশ করেন আন্দোলনকারীরা।
নোয়াখালী বিভাগ বাস্তবায়নে দাবিতে বুধবার (৮ অক্টোবর) বেগমগঞ্জ চৌরাস্তায় বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশ চলাকালে সড়ক অবরোধে চৌমুহনী-মাইজদী, বেগমগঞ্জ-ঢাকা-কুমিল্লা, বেগমগঞ্জ-লক্ষীপুর ও চৌমুহনী-ফেনী সড়কে শত শত যানবাহন আটকা পড়ে। এই সময় হাজার হাজার যাত্রী সাধারণ চরম ভোগান্তিতে পড়ে।
বক্তারা বলেন, আন্দোলন সফলতা অর্জন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না। তারা আরো বলেন, নোয়াখালী ৩শ’ বছরের পুরাতন একটি জেলা। এই জেলার ইতিহাস ও ঐতিহ্য অনেক পুরাতন। ভৌগোলিক দিক থেকে চিন্তা করে হলেও নোয়াখালী জেলাকে বিভাগ ঘোষণা করা প্রয়োজন।
তারা বলেন, নোয়াখালী সদরসহ দক্ষিণে শত শত একর সরকারি খাস ভুমি পড়ে আছে। ইচ্ছে করলেই এগুলো সরকার ব্যবহার করতে পারে। তারা অবিলম্বে নোয়াখালী বিভাগ ঘোষণার দাবি জানায় সরকারের প্রতি।
মিছিল শেষে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের নিকট প্রধান উপদেষ্টা ড. মো: ইউনুছ বরাবর স্মারকলিপি পেশ করেন আন্দোলনকারীরা।