বগুড়ার গাবতলীতে বাড়ির পাশের ধানক্ষেত থেকে সিরাজুল ইসলাম (৪২) নামের এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে পরিবারের অভিযোগ হত্যা করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাগইল ইউনিয়নের কৈঢোপ গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে।
মৃত সিরাজুল ইসলাম শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের টেপাগাড়ী গ্রামের মরহুম জয়নাল মোন্নার ছেলের।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাগইল ইউনিয়নের কৈঢোপ গ্রামের আব্দুল বাছেদের মেয়ে ফাইমার (৩৯) সাথে ২৪ বছর আগে সিরাজুলের বিয়ে হয়। ৪ মাস আগে সিরাজুল তার নিজের টিনসেড পাকা ঘর-বাড়ী বিক্রি করেন। এরপর ঘর জামাই হিসাবে শ্বশুরবাড়ী এসে বসবাস শুরু করেন। সংসার খরচ জোগাড় করতে তিনি অটোরিক্সা চালাতেন। বুধবার সকালে উপজেলার কাগইল ইউনিয়নের কৈঢোপ গ্রামের স্থানীয়রা ধান ক্ষেতে যাওয়ার সময় সিরাজুলের লাশ তার শ্বশুড় বাড়ীর পূর্ব পাশের ধানের ক্ষেতে পড়ে থাকতে দেখেন। পরে তার শ্বশুর , স্ত্রী ও ভাই-বোনদেরকেও জানানো হয়। তারা এসে ৯৯৯ ফোন দিলে গাবতলী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সিরাজুল ইসলামের ভাই-বোনেরা জানান, প্রায় ৪ মাস আগে সিরাজুল স্ত্রী-শাশুড়ির পরামর্শে তার নিজের পাকা বাড়ী-ঘর বিক্রি করে। এরপর থেকে শ্বশুরবাড়ী এসে অটোরিকশা চালাতেন। সিরাজুলকে সুকৌশলে হত্যা করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।