বড়াইগ্রামে পুকুর থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বনপাড়া ও দয়ারামপুর ফায়ার সার্ভিসের দু’টি টিম সন্ধ্যা পর্যন্ত তৎপরতা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। মঙ্গলবার রাজশাহী থেকে ডুবুরি দল এসে ঘণ্টা খানেকের প্রচেষ্টায় তার লাশ উদ্ধার করে।

মন্তাজুর রহমান রানা, বড়াইগ্রাম (নাটোর)

Location :

Baraigram
নিখোঁজের ২০ ঘণ্টা পর পুকুরে থেকে আদম আলীর লাশ উদ্ধার করা হয়েছে
নিখোঁজের ২০ ঘণ্টা পর পুকুরে থেকে আদম আলীর লাশ উদ্ধার করা হয়েছে |প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ২০ ঘণ্টা পর পুকুরের পানি থেকে ডুবন্ত অবস্থায় আদম আলী (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।

আদম আলী উপজেলার ভবানীপুর উত্তরপাড়া গ্রামের মরহুম নুর মোহাম্মদ পঁচার ছেলে।

তার নিকটাত্মীয় মহিদুল আলম জানান, দু’বছর আগে স্ট্রোকের শিকার হয়ে তার বাম পা ও বাম হাত কিছুটা অকেজো হয়ে যায়। সোমবার সকালে ধানের জমিতে কর্মরত শ্রমিকদের সাথে দেখা করার উদ্দেশে তিনি বের হন। কিন্তু দীর্ঘ সময় পরেও তিনি জমিতে যাননি। পরে বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। একপর্যায়ে পুকুরের পানিতে তার হাতের লাঠি ভেসে থাকতে দেখা যায়। পরে বনপাড়া ও দয়ারামপুর ফায়ার সার্ভিসের দু’টি টিম সন্ধ্যা পর্যন্ত তৎপরতা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। মঙ্গলবার রাজশাহী থেকে ডুবুরি দল এসে ঘণ্টা খানেকের প্রচেষ্টায় তার লাশ উদ্ধার করে।

জোয়াড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী আকবর বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, জমিতে যাওয়ার সময় পিছলে পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে স্বজনদের ধারণা।