রোগীর স্বজন ও হাসপাতালের স্টাফদের মারামারি ঘটনায় টানা দুইদিন কর্মবিরতি শেষে সোমবার সকাল ৮টা থেকে কাজে ফিরছেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মবিরতিতে থাকা ইন্টার্ন চিকিৎসকরা।
রোববার (১৮ জানুয়ারি) সকালে হাসপাতাল প্রশাসনের সাথে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান তারা।
ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি মাহমুদুল হাসান সাদিক বলেন, শনিবার প্রশাসনের অনুষ্ঠিত হওয়া বৈঠক ফলপ্রসূ হয়নি। পরবর্তীতে রোববার সকালে ফের বৈঠক হয়েছে। সেখানে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয়েছে। বিশেষ করে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার সাথে সাথে প্রশাসনের সহযোগিতা পাওয়াসহ অন্যান্য দাবিগুলো মেনে নেয়ার আশ্বাস প্রদান করে হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে প্রশাসনের আশ্বাসে সোমবার সকাল থেকে কাজে ফেরার সিদ্ধন্ত নেয়া হয় বলে জানান তিনি।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানিয়েছেন, দাবি দাওয়াসহ সব বিষয়ে আলোচনা হয়েছে। সোমবার সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকরা কাজে ফিরবেন। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন তারা।
এদিকে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ৫ সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করে। এছাড়া এ ঘটনায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পক্ষে সহকারী পরিচালক কোতয়ালী মডেল থানায় একটি জিডি করেছেন।
প্রসঙ্গত, শুক্রবার রাতে হাসপাতালের ৪র্থ তলার ৪ নম্বর সার্জারি ওয়ার্ডে রোগী ও তাদের স্বজনদের সাথে ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত চারজন আহত হোন। এ ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ডাক দেন ইন্টার্ন চিকিৎসকরা।
ইন্টার্ন চিকিৎসকদের টানা দুই দিনের কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েন রোগীরা। যদিও হাসপাতালের পক্ষ থেকে বিকল্প সেবার কথা বলা হয়েছে। তবে সেটা ছিলো প্রয়োজনের তুলনায় অপ্রতুল। রোববার বৈঠকে সমাধান হলেও ইন্টার্ন চিকিৎসকরা সোমবার কাজে যোগ দেয়ার ঘোষণা দেন। এতে আরো ২৪ ঘণ্টা সেবা বঞ্চিত থাকতে হচ্ছে রোগী সাধারণকে।



