মাদারীপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। নিহত নাজমা বেগম (৪০) মধ্য পেয়ারপুর গ্রামের হেলাল খানের স্ত্রী।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur Sadar

মাদারীপুরে পারিবারিক কলহ ও নেশা করতে বাঁধা দেয়ায় স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

বুধবার (২৮ মে) দুপুর ১২টার দিকে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের মধ্য পেয়ারপুর এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। নিহত নাজমা বেগম (৪০) মধ্য পেয়ারপুর গ্রামের হেলাল খানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভ্যানচালক হেলাল খান তার নিজ বাড়িতে লোকজন নিয়ে এসে নিয়মিত নেশা করতেন। এই নিয়ে হেলালের সাথে তার স্ত্রী নাজমা বেগমের প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো। বুধবার ১১টার দিকে হেলাল ঘরে একটি কক্ষ বন্ধ করে নেশা করতে গেলে সেখানে তার ছেলে এবং স্ত্রী নাজমা বেগম বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে হেলাল খান তার ছেলেকে এবং স্ত্রীকে লাঠি দিয়ে পেটানো শুরু করেন। এ সময় স্ত্রী নাজমাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরতর আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রয়েছে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী ঘটনার পর থেকে পলাতক। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। স্ত্রীকে লাঠি দিয়ে আঘাত করায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।