মেহেরপুর-২ (গাংনী) আসনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও রাস্তার উপর শুয়ে পড়ে অবরোধ পালন করছেন মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন সমর্থক নেতাকর্মী।
গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের নেতৃত্বে সোমবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে গাংনী উপজেলা শহরের বড়বাজার এলাকায় এই কর্মসূচি শুরু করেন। এসময় গাংনী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমন, অ্যাডাম সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন।
উল্লেখ্য, মেহেরপুর-২ আসনের সাবেক এমপি আমজাদ হোসেনকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণার পর গাংনী উপজেলা বিএনপির নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।
 


