শ্রমিকদের টিফিন বিল, ইনসেনটিভ বোনাস, ছুটির টাকা, মাতৃত্বকালীন ছুটির টাকা, দুই মাসের বেতন বকেয়া রেখেই অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দিয়েছে খানটেক্স ফ্যাশন লিমিটেড কর্তৃপক্ষ। কারখানার প্রশাসন বিভাগ এবং আপরেশন বিভাগের কর্মকর্তারা গত তিন দিন ধরে কারখানায় আসে না বলেও অভিযোগ করেন শ্রমিকেরা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে শ্রমিকেরা কারখানায় গিয়ে ওই নোটিশ দেখতে পায় তারা।
কেএফএল গ্রুপের খানটেক্স ফ্যাশন লিমিটেড কারখানা গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামে অবিস্থিত। কোনোরকম বিশৃঙ্খলা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষ কারখানায় শিল্প পুলিশ মোতায়েন করেছে।
শ্রমিকরা জানান, প্রতি মাসেই কারখানা কর্তৃপক্ষ ২০ তারিখের পর বেতন দেয়। চলতি মাসসহ তাদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। তাছাড়া গত বছরের টিফিন বিল, ইনসেনটিভ বোনাস, ছুটির টাকা, মাতৃত্বকালীন ছুটির টাকা এখনো পরিশোধ করেনি। এছাড়া কারখানায় কাজ না থাকায় কারখানা কর্তৃপক্ষ সাব-কন্ট্রাকের মাধ্যমে কাজ এনে আমাদেরকে দিয়ে কাজ করিয়েছে। এখন বেতন ও অন্য পাওনা পরিশোধ না করে হঠাৎ বন্ধের নোটিশ টানিয়ে কারখানা মালিক ও তাদের লোকজন পালিয়ে গেছে। আমরা কোনো ধরনের ভাংচুর এবং বিশৃঙ্খলা করতে চাই না। মালিক অথবা তার কোনো প্রতিনিধি এসে আমাদেরকে বকেয়া যেন পরিশোধ করার ব্যবস্থা করুক।
তারা আরো জানান, আমরা ছেলেমেয়ে নিয়ে বাসা ভাড়া থেকে কারখানায় চাকরি করেছি। চলতি মাসসহ দুই মাসের বেতন এবং অন্য পাওনা বকেয়া রয়েছে। এসব বকেয়া পাওনা না দিলে বাড়ির মালিক এবং দোকান মালিকদের বকেয়া পাওনা দিতে পারছি না। তাছাড়া সন্তানদের স্কুলের বেতন, প্রাইভেট শিক্ষকের বেতন দিতে পারতেছি না। সব পাওনাদারেরা ইতোমধ্যে আমাদেরকে তাদের টাকা পরিশোধ করার জন্য চাপ দিচ্ছে। মনে করেছিলাম কারখানা কর্তৃপক্ষ বেতনসহ অন্য বকেয়া পাওনা দিলে ওইসব টাকা পরিশোধ করে দেব। সকালে কাজে যোগ দিতে এসে দেখি অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দিয়েছে।
কারখানা কর্তৃপক্ষের কিছু অভিযোগ সম্পর্কে শ্রমিকেরা বলেন, ‘অবৈধভাবে কারখানার কাজ বন্ধ করে দেয়ার যে অভিযোগ আমাদের বিরুদ্ধে আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। গত তিনদিন ধরে কাজ না থাকায় আমরা সকালে এসে সারাদিন বসে থেকে বিকেল ৫টার দিকে চলে যাই। গত তিনদিন ধরে প্রশাসন বিভাগ এবং আপরেশন বিভাগের কোনো কর্মকর্তারা কারখানায় আসে না। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে কারখানায় এসে দেখি অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।’
অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ খানটেক্স ফ্যাশন্স লিমিটেডের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী মহা-ব্যবস্থাপক হুমায়ুন কবির উল্লেখ করেন, বর্তমান দেশের সার্বিক অস্থিরতা, অ-নিরাপত্তা দেশের গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানকে চরম বিপদের দিকে নিয়ে যাচ্ছে। যার প্রভাব প্রত্যেকটি রফতানিমুখী গার্মেন্টসের ওপর মারাত্মকভাবে নেতিবাচক প্রভাব ফেলেছে। বর্তমানে আমরা সাব-কন্টাক অর্ডার এনে কারখানা সচল রাখার চেষ্টা করছি। গত ২১ জুলাই থেকে শ্রমিকেরা কারখানার কাজ বন্ধ করে দেয়। যার ফলে আমাদের কাছে সাব-কন্ট্রাকের অর্ডার দেয়া কারখানার মালিকেরা তাদের সমস্ত কাজ ফিরিয়ে নিয়ে যায়, ফলে বর্তমানে কারখানায় কোন কাজ নেই এবং কোন কাঁচামাল নেই। এ পরিস্থিতিতে কারখানা পরিচালনা করা কোনোভাবে সম্ভব হচ্ছে না। তাই বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ধারা-১৩ উপধার-০১ অনুসারে এবং বিধিমালা ২০১৫ অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য কারখানার বন্ধ থাকবে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে কারখানার কার্যক্রম আগের সময়সূচি অনুযায়ী সম্পূর্ণরুপে পরিচালনা করা হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নোটিশ কার্যকর থাকবে।
তিনি আরো বলেন, ‘হঠাৎ করে শ্রমিকেরা সাব-কন্ট্রাকের অর্ডারের কাজ শেষ না করেই বেতন চাচ্ছে। শ্রমিকেরা কাজ বন্ধ করে দেয়ায় সাব-কন্ট্রাকের অর্ডার দেয়া কারখানার মালিকেরা তাদের সমস্ত কাজ উঠিয়ে নিয়ে যায়। বর্তমানে কারখানায় কোনো কাজ না থাকায় বন্ধের নোটিশ টানিয়ে দেয়া হয়েছে।’