গৌরনদীতে মসজিদের অর্থ আত্মসাতের ঘটনায় এলাকাবাসীর লিখিত অভিযোগ

আস্থা অর্জনের জন্য পাশের রাজাপুর বাজার এলাকা থেকে বালুর পাইপ দেখিয়ে সংশ্লিষ্ট বালু ব্যবসায়ীদের সাথে পরিচয় করিয়ে দেন তিনি। পরে মনির বালু ভরাটের কথা বলে মসজিদ কমিটির কাছ থেকে অগ্রিম ৫০ হাজার টাকা নেন।

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

Location :

Barishal
অভিযুক্ত যুবদলের আহ্বায়ক মনির হোসেন
অভিযুক্ত যুবদলের আহ্বায়ক মনির হোসেন |নয়া দিগন্ত

বরিশালের গৌরনদীতে সামাজিক জামে মসজিদের উন্নয়নকাজের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে উপজেলার বার্থী ইউনিয়নের বাঙ্গিলা গ্রামের মানুষজনের সহযোগিতায় পুকুরের ওপর সাময়িকভাবে কাঠ ও টিন দিয়ে ‘উত্তর বাঙ্গিলা সামাজিক জামে মসজিদ’ নির্মাণ করা হয়। সম্প্রতি মসজিদটির স্থায়ী অবকাঠামো নির্মাণের লক্ষ্যে ওই পুকুরটি বালু দিয়ে ভরাটের উদ্যোগ নেয় মসজিদ কমিটি।

এ সময় গৌরনদী উপজেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন মসজিদ কমিটির সভাপতি মো: শামসুল হক খানের সাথে যোগাযোগ করে এক সপ্তাহের মধ্যে পুকুরের একাংশ নিজ দায়িত্বে ভরাট করে দেয়ার আশ্বাস দেন। পরে আস্থা অর্জনের জন্য পাশের রাজাপুর বাজার এলাকা থেকে বালুর পাইপ দেখিয়ে সংশ্লিষ্ট বালু ব্যবসায়ীদের সাথে পরিচয় করিয়ে দেন তিনি। পরে মনির বালু ভরাটের কথা বলে মসজিদ কমিটির কাছ থেকে অগ্রিম ৫০ হাজার টাকা নেন।

অভিযোগে আরো বলা হয়, অগ্রিম অর্থ নেয়ার পর প্রায় আট মাস পেরিয়ে গেলেও বালু ভরাটের কাজ শুরু করেননি ওই যুবদল নেতা। একইসাথে প্রতিশ্রুত ওই বালুর পাইপটিও পরবর্তী সময়ে সরিয়ে ফেলা হয়। পরে একাধিকবার যোগাযোগের পরেও কাজ শুরু না হওয়ায় মসজিদ কমিটির পক্ষ থেকে টাকা ফেরতের দাবি জানানো হলে মনির নানা ধরনের কথা শুরু করেন। একপর্যায়ে ‘পারলে টাকা উঠিয়ে নেন’ বলে মন্তব্য করেন তিনি।

এ ঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে। মসজিদ কমিটির সভাপতি মো: শামসুল হক খান বলেন, ‘ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে এ ধরনের প্রতারণা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমরা প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।’

এদিকে টাকা নেয়ার বিষয়টি স্বীকার করে উপজেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন বলেন, ‘টাকা ফেরত দেয়া হবে। কিছু সময় লাগবে।’

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’