মতলব উত্তরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কোরআন তেলওয়াত, জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়

ওমর ফারুক, মতলব উত্তর (চাঁদপুর)

Location :

Matlab Uttar
সভায় সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খাঁন
সভায় সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খাঁন |ছবি : নয়া দিগন্ত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সাহেব বাজারে কোরআন তেলওয়াত, জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।

‎মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল হক জিতুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আজরুল ইসলাম মুকুল, উপজেলা বিএনপির সহসভাপতি জিল্লুর রহমান সিদ্দিকী, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন সরকার, দূর্গাপুর ইউনিয়ন যুবদলে সাধারণ সম্পাদক খবির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পাটোয়ারী, যুবদল নেতা আব্দুল কাদির খান, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক পাড়ভেজ আলম পাভেল, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক আল আমিন বাগ প্রমুখ ।