শরীয়তপুরে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

চিকিৎসা কার্যক্রমে অংশ নেন পদ্মা সেনানিবাস ও সাভার সিএমএইচ থেকে আগত পাঁচ চিকিৎসক।

মো: বোরহান উদ্দিন রব্বানী, শরীয়তপুর

Location :

Shariatpur
সেনাবাহিনীর চিকিৎসা সেবা।
সেনাবাহিনীর চিকিৎসা সেবা। |নয়া দিগন্ত

শরীয়তপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ৯৯ কম্পোজিট ব্রিগেডের উদ্যোগে দরিদ্র, অসহায়সহ সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত জেলা স্টেডিয়ামে সেনাবাহিনীর শরীয়তপুর অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

চিকিৎসা কার্যক্রমে অংশ নেন পদ্মা সেনানিবাস ও সাভার সিএমএইচ থেকে আগত পাঁচ চিকিৎসক। তারা হলেন মেজর স্নিগ্ধা, মেজর সাকিব, মেজর ফয়সাল, ক্যাপ্টেন মবিন ও ক্যাপ্টেন নিশাদ।

দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়েছে।