বগুড়া অফিস
বাংলাদেশ -যুক্তরাষ্ট্র যৌথ বিনিয়োগে বগুড়ায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নতুন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এস আর হেলথ কমপ্লেক্স ।
এ উপলক্ষে স্পতিবার বগুড়া শহরের বেতগাড়ী, বনানীতে প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও এসআর গ্রুপের চেয়ারম্যান গোলাম মোঃ সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস আর হেলথ কমপ্লেক্সের অন্যতম কর্ণধার গোলাম রসুল হেলাল, এস আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ সিরাজ রব্বানী সানভি, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ ওয়াদুদুল হক তরফদার, বিএমএ বগুড়া শাখার সভাপতি অধ্যাপক ডাঃ আজফারুল হাবিব রোজ, অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, আলী আজগর হেনা, সহিদ উন নবী সালাম, খায়রুল বাশার প্রমুখ।
উদ্যোক্তারা জানান, এই উদ্যোগ শুধু বগুড়ায় নয় সমগ্র উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবার চিত্র বদলে দেবে।
অনুষ্ঠানে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই প্রতিষ্ঠানের বার্ষিক লাভের ৫০ শতাংশ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যয় করার ঘোষণা দেয়া হয়। এছাড়া প্রতি মাসে কমপক্ষে ১০০ জন অস্বচ্ছল কিডনি রোগীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়ালাইসিস চিকিৎসা সেবা প্রদান করা হবে।



