ঝালকাঠির শহীদ সেলিমের পরিবারকে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনারের ঈদ উপহার

সোমবার (৩১ মার্চ) ঈদের দিনে শহীদ সেলিম তালুকদারের পরিবারের খোঁজখবর নিতে বিভাগীয় কমিশনার রায়হান কাওসারের নির্দেশনায় বেলা ১১টায় তাদের বাড়িতে যান অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবীব।

কাজী খলিলুর রহমান, ঝালকাঠি

Location :

Jhalokati
বরিশাল বিভাগীয় কমিশনারের পক্ষে শহীদ সেলিমের পরিবারকে ঈদ উপহার সামগ্রী দিচ্ছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবীব
বরিশাল বিভাগীয় কমিশনারের পক্ষে শহীদ সেলিমের পরিবারকে ঈদ উপহার সামগ্রী দিচ্ছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবীব |নয়া দিগন্ত

বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে চব্বিশের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ঢাকার মধ্যবাড্ডায় গুলিবিদ্ধ হয়ে নিহত ঝালকাঠির নলছিটি উপজেলার শহিদ সেলিম তালুকদারের পরিবারকে ঈদ উপহার সামগ্রী দিয়েছে বিভাগীয় কমিশনার রায়হান কাওসার।

সোমবার (৩১ মার্চ) ঈদের দিনে শহীদ সেলিম তালুকদারের পরিবারের খোঁজখবর নিতে বিভাগীয় কমিশনার রায়হান কাওসারের নির্দেশনায় বেলা ১১টায় তাদের বাড়িতে যান অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবীব। অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে পেয়ে আপ্লুত হয়ে সন্তান হারানোর বেদনায় অশ্রুসিক্ত হয়ে পরেন শহীদ সেলিম তালুকদারের বাবা।

আহসান হাবীব তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন, নানান সুবিধা অসুবিধার কথা শোনেন। এ সময় তিনি তাদেরকে এবং শহীদ সেলিম তালুকদারের সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের জন্য সরকারের পক্ষ থেকে সকল সহযোগিতার আশ্বাস দেন। ইতোপূর্বে জুলাই-আগস্ট শহিদ স্মৃতি ফাউন্ডেশন হতে পাঠানো এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও আলাদাভাবে ঈদ উপহার পৌঁছে দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ও নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, শহীদ সেলিম তালুকদারের চাচা সাবেক কাউন্সিলর সরোয়ার তালুকদার,শাহীন তালুকদার,স্বপন তালুকদারসহ স্থানীয়রা।

এ বিষয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবীব বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে বিভাগীয় কমিশনারে পক্ষ থেকে ঈদ উপহার পৌছে দেয়া হয়েছে। শহীদ পরিবারের সদস্যদের কুশল বিনিময়সহ সার্বিক খাঁজখবর নেয়া হয়েছে।

সাক্ষাত শেষে অতিরিক্ত বিভাগীয় কমিশনারসহ অন্যান্যরা শহীদ সেলিম তালুকদারের কবর জিয়ারত করেন ও শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।