গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে পদ্মা সেতু মাওয়া প্রান্তে অবস্থান কর্মসূচি

‘মানুষের ভোগান্তির বিষয়টি বিবেচনায় ব্লকেড প্রত্যাহার করে মহাসড়কের পাশে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।’

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
মানুষের ভোগান্তির বিষয়টি বিবেচনায় ব্লকেড প্রত্যাহার করে মহাসড়কের পাশে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা
মানুষের ভোগান্তির বিষয়টি বিবেচনায় ব্লকেড প্রত্যাহার করে মহাসড়কের পাশে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা |ছবি : নয়া দিগন্ত

গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উত্তর থানার সামনে ব্লকেড ও সড়কের পাশে অবস্থান কর্মসূচি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। এতে পদ্মা সেতুতে প্রায় আধা ঘণ্টার মতো যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বুধবার বিকেল সোয়া ৫টার দিকে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উত্তর থানার সামনে এক্সপ্রেসওয়েতে ব্লকেড করেন তারা। বিকেল পৌনে ৬টার দিকে ব্লকেড থেকে সরে দাঁড়ালে পদ্মা সেতুতে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

এদিকে ব্লকেড থেকে সরে দাঁড়ালেও গোপালগঞ্জে জুলাই নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে পদ্মা সেতু মাওয়া পয়েন্টে অবস্থান কর্মসূচি চালিয়ে যান আন্দোলনকারীরা। একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অবস্থান কর্মসূচি শেষ করে তারা সরে যান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এক্সপ্রেসওয়ের দক্ষিণবঙ্গমুখী লেনে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্ররা অবস্থান গ্রহণ করলে পদ্মা সেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে পৌনে ৬টার দিকে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে যান। একপর্যায়ে সড়কের একপাশে অবস্থান নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অবস্থান কর্মসূচি শেষ করে তারা সরে যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য ও সমন্বয়ক ইব্রাহীম নিরব নয়া দিগন্তকে জানান, মানুষের ভোগান্তির বিষয়টি বিবেচনায় ব্লকেড প্রত্যাহার করে মহাসড়কের পাশে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অবস্থান কর্মসূচি শেষ করে তারা সরে যায় বলে জানান তিনি।

পদ্মা সেতুর উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন নয়া দিগন্তকে জানান, এ সময় এক্সপ্রেসওয়েতে প্রায় আধা ঘণ্টা দক্ষিণবঙ্গমুখী যান চলাচল বন্ধ ছিল। একপর্যায়ে আন্দোলনকারীরা এক্সপ্রেসওয়ে থেকে সরে যাওয়ায় পৌনে ৬টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের অবস্থান কর্মসূচি শেষ হয় বলে তিনি আরো জানান।