কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি

আওয়ামী কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ

কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যনির্বাহী কমিটি বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সাথে ব্যবসায়ীদের এই সংগঠনে নতুন প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

আতিকুর রহমান মানিক, ঈদগাঁও (কক্সবাজার)

Location :

Eidgaon
কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি |নয়া দিগন্ত

কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যনির্বাহী কমিটি বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সাথে ব্যবসায়ীদের এই সংগঠনে নতুন প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজিব।

সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (চলতি দায়িত্বে) মুহাম্মদ রেহান উদ্দিন মঙ্গলবার (১১ নভেম্বর) এক অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনা জারি করেছেন।

ওই অফিস আদেশে বলা হয়, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন। সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটি তাদের সার্বিক কার্যক্রম সাধারণ সদস্যদের সাথে সমন্বয় করে সম্পাদন করতে পারছে না।

অফিস আদেশে আরো বলা হয়, যেহেতু, চলমান অস্থিরতা ও অসন্তোষের কারণে কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যনির্বাহী কমিটি কার্যকর ভূমিকা রাখতে পারছে না এবং সমন্বয়হীনতার কারণে বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ (১) ধারা অনুযায়ী- ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতের স্বার্থে সংগঠনটির সার্বিক কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। সেহেতু, সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিলপূর্বক সরকারের অনুমোদনক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কক্সবাজারকে ‘কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো।

উল্লেখ্য, ২০১৭ সালে বিগত সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে আওয়ামী মদদপুষ্ট একটি পক্ষ জনৈক আবু মোরশেদ চৌধুরী খোকার নেতৃত্বে কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চলমান কমিটি দখল করে নেয়।