সিরাজগঞ্জে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ : নাগরিক ভাবনাবিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ডব্লিউ এফ রেস্টুরেন্টে এর আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)
সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব হেলাল আহমেদের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজন’র রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী মো: মিজানুর রহমান।
বৈঠকের শুরুতেই বিষয় ভিত্তিক লিখিত ধারণা পত্র উপস্থাপন করা হয়। পরে সিরাজগঞ্জ সুজন’র সহ-সভাপতি আনোয়ার হোসেনসহ সংগঠনটির সদস্য ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ মধ্যে নুরুল ইসলাম রইসী, আবু জাফর খান, মোস্তাক আহমেদ নওশাদ, মাসুদা খাতুন, ইমরান মুরাদ, গোলাম কিবরিয়া, শরীফ আহমেদ, দিল মোহাম্মদ শাহেদুল হক, আরবী ইসলাম, ডা: সাজেদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আব্দুল বাতেন ভূইয়া ও সেলিম রেজা প্রমুখ বক্তব্য রাখেন।
গোল টেবিল বৈঠক থেকে বক্তারা সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র ও টেকসই উন্নয়নে বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নে বক্তব্য রাখেন।



