জামালপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নিহত রাকিব হাসান উপজেলের নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর দাড়িপুরা এলাকার শাহ্ আলীর ছেলে বলে জানা গেছে।

জামালপুর প্রতিনিধি

Location :

Baksiganj
সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

জামালপুরের বকশীগঞ্জে স্থানীয় ওয়ার্কশপ থেকে তৈরি হ্যালো ইঞ্জিনচালিত অবৈধ ভটভটি উলটে রাকিব হাসান (১৮) এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ মে) দুপুর আনুমানিক ১২টার দিকে জামালপুর-বকশীগঞ্জ সড়কের দত্তপাড়া বাজার (টানা সেতু) এলাকায় এই সড়ক ঘটনা ঘটে।

নিহত রাকিব হাসান উপজেলের নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর দাড়িপুরা এলাকার শাহ্ আলীর ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানা যায়, তিনি ওই গাড়ি নিয়ে ঝগড়ারচর বাজারে যাচ্ছিল। দত্তপাড়া বাজার (টানা সেতু) এলাকায় রাস্তার ওপর একটি গরু দৌড়ে এলে গরুটিকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে পাশের খাদে পড়ে যায়। এ সময় রাকিব গুরুতর আহত হয়। স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।